ডেক্স নিউজ:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৈনিক বাংলাদেশ টাইমস এর পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। রাত ১২টা ০১ মিনিটে পাটকেলঘাটা কেন্দ্রীয় শহিদ মিনারে দৈনিক বাংলাদেশ টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাশ ও দৈনিক বাংলাদেশ টাইমস এর সম্পাদক সুমন কুমার ঘোষ যৌথভাবে দৈনিক বাংলাদেশ টাইমস এর পক্ষ থেকে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি মোঃ শাহিন হোসেন,বিশেষ প্রতিনিধি সন্দীপ আইচ,বিশেষ প্রতিনিধি শ্রীকান্ত দেব,সুদীপ্ত সরকার,অনেক সাধুসহ আরও অনেকে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।
সেই আন্দোলনের ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা। জন্ম নেয় বাঙালির জাতিরাষ্ট্র-বাংলাদেশ।
বাঙালির এ আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।