নিজস্ব প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার (২১ এপ্রিল) চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ঘোষ সনৎ কুমার অনলাইনে মনোনয়ন দাখিলের কাজও সম্পন্ন করেছেন।
তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাখিল করেছেন তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সহ আরো ৬ জন বলে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।