বিশেষ প্রতিনিধি:- দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ), মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্প WVL-B এর আওতায়, তালা উপজেলায় ‘পাওয়ার’ প্রোগ্রাম বাস্তবায়ন করছে। উক্ত প্রোগ্রামের মাধ্যমে ৯ জুন ২০২৪ তারিখ রবিবার তালা শিল্পকলা একাডেমিতে দলিত নারীদের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে কর্মশালাটি শুরু করা হয়।উক্ত কর্মশালায় দলিত নারী গ্রুপের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। পাওয়ার প্রোগ্রাম এর মাধ্যমে ২০২০ সালের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত যে কার্যক্রম সম্পাদন করা হয়েছে, এ বিষয়ে আলোচনা করা হয়, কর্মশালাটি পরিচালনা করেন পাওয়ার প্রোগ্রাম এর প্রোগ্রাম সমন্বয়কারী ফারজানা কবির, ডিইএফ এর অন্যান্য কর্মকর্তা কর্মীগণ সেখানে উপস্থিত ছিলন।নির্বাহী পরিচালক দিপালী দাশ কর্মশালা তদারকি করেন।দলিত নারী গ্রুপের সদস্যরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বর্তমানে তারা সামাজিক উন্নয়নমূলক কাজে কিভাবে অংশগ্রহণ করছেন, কাজগুলো করতে তারা কি কি বাধার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে এগুলো ওভারকাম করেছেন, সে বিষয়গুলো তুলে ধরেন । অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা কি, এই কাজে তাদের কি কি সুফল হচ্ছে এবং এর কুফল হচ্ছে কি কি এ বিষয়েও অংশগ্রহণকারীরা আলোচনা করেন। এই ‘পাওয়ার’ প্রোগ্রামের চার বছর কাজের ফলে, দলিত নারীদের কে কতটুকু নিজের এবং তার পারিপার্শ্বিক পরিবর্তন করতে সক্ষম হয়েছেন বিষয়টি পরিষ্কারভাবে উঠে আসে। সবশেষে দলিত নারীরা জানান, তাদের জীবনের জন্য এই ‘পাওয়ার ‘ প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এই প্রোগ্রামের সাথে আরও দীর্ঘদিন ধরে যুক্ত থাকতে ইচ্ছুক ।