নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার পাংগামটুকপুর ইউনিয়নে সহজভাবে কোভিড ১৯ এর ভ্যাকসিন (১ম ডোজ) গ্রহন করলেন ইউনিয়নের জনসাধারণ, ০৭ আগষ্ট ২০২১, সকাল ১০ হতে এ কার্যক্রম শুরু হয়, প্রথম দিন ১ থেকে ৯ নং ওয়ার্ড এর মোট ৬০০ জন ১৮ উর্ধ্ব ব্যাক্তিকে ভ্যাকসিন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
সকাল থেকেই ভ্যাকসিন গ্রহনের প্রতি সাধারন জনগন নারী-পুরুষ সকলের ই আগ্রহ সহকারে উপস্থিত হয়ে আনন্দ সহকারে ভ্যাকসিন গ্রহন করেন।
পাংগামটুকপুর ইউনিয়নের চেয়্যারম্যান জনাব এমদাদুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সর্বসাধারণ এর মাঝে ভ্যাকসিন প্রদান কর্মসুচী খুবই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। পাংগা মটুকপুর এলাকার মানুষ ভ্যাকসিন পেয়ে খুব আনন্দিত এবং যে পরিমান উপস্থিত হয়েছে তাতে সংকুলান হবে না তাই আরও বরাদ্দ দেওয়ার আবেদন জানাচ্ছি।