আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলার শাখার পক্ষ থেকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আশাশুনি সদরে এ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মতিলাল সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কৃষকনেতা মধুসুদন রায়, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম বাদশা, রবিউল ইসলাম সবুজ, অভিজিৎ কুমার সানা, ফারুক সানা, দীপঙ্কর বাছাড় প্রমুখ। সভায় ১৫ আগষ্ট সকারে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মোরালে পুস্পমাল্য অর্পন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।