আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভার্চূয়াল পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সঞ্চালনায় সভায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন। সভায় আগামী ১৫ আগষ্টের পূর্বে শোক দিবসের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন করা। ১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান, দলীয় কার্যালয়সহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের ম্যুরালে পুস্পস্তবক অর্পন, সুবিধামত সময়ে সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, সকল মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা ব্যবস্থা করা এবং শোকের মাস ব্যাপী সকল সরকারি বেসরকারি অফিস/প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবনসহ অন্যান্য প্রতিষ্ঠান ও ভবনে শোক দিবস উপলক্ষে ড্রপ ডাউন ব্যানার টানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।