আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও আশাশুনি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ৫ জন অসহায় দুস্থ স্বামী পরিত্যাক্তা, বিধবা ও মহিলা অধিদপ্তরে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদেরকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।