বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে লকডাউন বাস্তবায়নে সরকারী বিধি নিষেধ অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় ২ জন ব্যবসায়ীকে সর্বমোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা উপজেলার আশাশুনি সদর বাজার, হাড়ীভাঙ্গা বাজার ও কালিবাড়ী বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারী বিধি নিষেধ অমান্য করায় সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নির্মূল আইন ২০১৮ এর ২৪ ধারায় আশাশুনি বাজারে মায়ের দোয়া স্টোর এর মালিক সোহরাব হোসেনকে ১ হাজার টাকা ও সমীর সু স্টোর এর মালিক কাশীনাথ দাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।