আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে দুটি মুর্তি চুরি হওয়ার ঘটনায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করেছেন।
রবিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জীসহ একাধিক ব্যক্তির সাথে কথা বলেন। পুরো ঘটনার বর্ণনা শুনেন।
পরে চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার ও দোষীদের চিহ্নিত করতে মন্দির কমিটির ধরনের সহযোগিতা করার আশ^াস প্রদান করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। মন্দির পরিদর্শনকালে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালীসামছুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানার্জী, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, প্রভাষক রবিন্দ্রনাথ সরকার, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, অমৃত কুমার সানা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মুর্শিদ আলম, খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ইউনিয়ন পূূূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ মন্ডল, সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ নেতা নাহিদ রানা বাবুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।
উল্লেখ্য, গত ৮জুলাই বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখতে পায় মন্দিরের তালা ভাঙ্গা ও বিভিন্ন মুর্তি মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি নেই। পরে অনেক খোঁজাখোজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মুর্তি দুইটির মধ্যে কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। এঘটনায় মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী বাদি হয়ে গত ১২জুলাই আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।