বিশেষ প্রতিনিধি: আশাশুনি শ্রীউলায় হত দরিদ্র ৩০০ পরিবারের মাঝে ত্রানের চাউল বিতরন।সকালে১০টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের হল রুমে ত্রান চাউল বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধনার সম্পাদকওশ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় উপস্তিত ছিলেন ইউপি সদ্স্য ইয়াছিন আলি,বি আর ডি পি চেয়ারম্যান আ: মান্নান,সাবেক ইউপি সদ্স্য আ: হামিদ,বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শ্রীউলা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।