বিশেষ প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেয়া ২৬০ কাটুন ২ হাজার ৬ শত কেজি হাড়ি ভাঙ্গা আম ভারত সরকারকে উপহার হিসাবে দেয়া হয়েছে।
রবিবার(৪জুলাই) দুপুর ১২টার সময় ঢাকা মেট্রো ড১২-৩৩২৩ ট্রাকে করে বেনাপোল বন্দর দিয়ে হস্থান্তর করা হয়।মেসার্স রবি ইন্টারন্যাশনাল সিএন্ড এফ এজেন্ট বেনাপোল এ আম রপ্তানীর কার্যক্রম করে থাকে।
রবি ইন্টান্যাশনালের স্বত্তাধিকারি রবি বলেন,বাংলাদেশ সরকারের উপহার হাড়ি ভাঙ্গা আমের চালানের কাগজপত্রের আনুষ্টানিক সম্পন্ন করে, নো ম্যাচল্যান্ডে দু দেশের প্রতিনিধির মাধ্যমে এ আম হস্থান্তর করা হয়েছে।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন,বাংলাদেশের রাষ্টদূত মোহাম্মদ সামিউল কাদের, উপজেলা নির্বাহী অফিসার আলীফ রেজা,বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার অনুপচাকমা,বন্দর উপ পরিচালক মামুন কবির তালুকদার,নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান,বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার আশরাফ,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ মামুন খান।
ভারতের পক্ষে ছিলেন,কাস্টম সহকারি কমিশনার অনিত জয়েন্ট,কাস্টমস সুপার পবির ঘটক,পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার।