আশাশুনি প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিণী প্রয়াত ইলা হকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশাশুনির বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি উত্তরপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।
এসময় মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, সেক্রেটারি আলমগীর হোসেন, আশাশুনি সরকারী কলেজের প্রভাষক মোখলেছুর রহমান, সমাজ সেবক হাফিজুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম, মোক্তারুজ্জামান, মসজিদের মুসল্লিবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া আশাশুনি উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মপ্রার্থী ঢালী সামছুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী ইলা হকের ১ম মৃত্যু বার্ষিকীতে বাদ মাগরিব উপজেলা সদরের মোল্যা বাড়ি জামে মসজিদে এবং বাদ ঈশা আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
এসকল দোয়া অনুষ্ঠানে এক সফল ও সার্থক জীবনের জীবনসঙ্গী নিভৃতচারী প্রেরনাময়ী রমনী ইলা হকের ১ম মৃত্যু বার্ষিকীতে অকৃত্রিম শ্রদ্ধা ও প্রয়াতার রুহের শান্তি কামনা করা হয়।