নিজস্ব প্রতিবেদন: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের উত্তর পুইজালা বাজার সংলগ্ন নদীর চর মাঠ প্রাংগনে চার দলীয় নক আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত হয়ে খেলার শুভ উদ্বোধন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। বিশিষ্ট সমাজ সেবক পরিতোষ কুমার সরকার সভাপতিত্বে অখিল কুমার বৈরাগী পরিচালনায় বিষেশ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ইউপি সদ্স্য আক্তার হোসেন,সাবেক ইউপি সদ্স্য স্বপন মন্ডল, সুধীর মন্ডল প্রমুখ। খেলায় অংশ গ্রহন করেন যার একদিকে ছিলো কাদাকাটি ফুটবল একাদশও নাটানা ফুটবল একাদশ খেলায় রিপারির দায়িত্ব পালন করেন শিক্ষক উত্তম কুমার সার্বিক পরিচালনায় মধু কৃষ্ণ ও জাকির হোসেন।খেলায় কাদাকাটি ফুটবল একাদশকে ২-০গোলে নাটানা ফুটবল একাদশ কাদাকাটি একাদশকে পরাজিত করে জয় লাভ করে।