আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা ও সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় শোভনালী উপজেলার বদরতলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিজস্ব কার্যালয়ে মৌমাছি বিজ্ঞান ক্লাবের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় মোবাইল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌমাছি এনজিওর উপদেষ্টা শম্ভুজিত মন্ডলের সভাপতিত্বে এবং মৌমাছি বিজ্ঞান ক্লাবের নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, প্রভাষক রবীন্দ্রনাথ সরকার, সিনিয়র শিক্ষক কানাই লাল মন্ডল, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, মৃনাল কান্তি মন্ডল প্রমূখ। আলোচনা সভা শেষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র্যালীর আয়োজন করা হয়। সাইকেল র্যালীটি শোভনালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বদরতলা বাজারে এসে শেষ হয়।