আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের শহীদুল বিশ্বাসের ছেলে ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীনের চাচা গোলাম রসূল (৩৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালি—–রাজেউন)। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লেবার জনিত সমস্যা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা, তিন ভাই ও এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১১টায় ফকরাবাদ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে যানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। নামাজে যানাজায় ইমামতি করেন, ফকরাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক। এসময় বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বিশ্বাস, আব্দুস ছাত্তার সরদার, আফসার গাজী, ইউপি সদস্য হাফেজ রুহল আমিন, ইউপি সদস্য প্রার্থী সাংবাদিক এস এম শরীফসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।