আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম সাইদার রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। সোমবার দুপুর ১২টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি খুলনার একটি বে-সরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। জানাগেছে, প্রধান শিক্ষক সাইদার রহমান স্কুলে রবিবার শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করা কালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে সাতক্ষীরায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা গাজী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। সাইদার রহমান চাকরি জীবনে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে সহকারি শিক্ষক (কৃষি শিক্ষা) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি আশাশুনির খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সুনামের সাথে ঐ পদেই কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে। তিনি ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে চাকরি করাকালীন সাতক্ষীরা শহরে বসবাস করতেন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে মেম্বর নির্বাচিত হয়েছিলেন। জনসেবায় তার সুনাম রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।