আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাংক কর্মকর্তার নাম আজমীর হোসেন (২৫)। তিনি আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের মতলেব ঢালীর ছেলে। তিনি যশোর জেলার নাভারন গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। নিহতের ভাই আছাফুর রহমান জানান, সোমবার সকালে তিনি বাড়ি থেকে মোটর সাইকেল যোগে নাভারন তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সাতক্ষীরা শহরের অদূরে ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি পরিবহনের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ময়নাতদন্ত শেষে সোমবার আসর বাদ নিহতের মরদেহ গ্রামের বাড়িতে জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে।