1. admin@dainikbangladeshtimes.com : rony :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪ নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষে ফিরোজ আহমেদ স্বপন ও লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সংবর্ধনা আশাশুনির সাংবাদিক বাহাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাসেল ভাইপারে আতঙ্কিত নয়, সচেতনতায় বেশি প্রয়োজন

ব্যবস্থা গ্রহণ না করায় থামছে না অবৈধ দখল বুধহাটা বাজারের ফুটপাত দখল করে রাখায় প্রতিনিয়ত লেগেই থাকে যানজট

এম এম নুর আলম ।।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারের অধিকাংশ ফুটপাত অবৈধভাবে দখল করে থাকলেও এসকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় থামছে না বাজারের যানজট। এছাড়াও প্রতিনিয়তই অবৈধভাবে বাকী ফুটপাত গুলোও দখল হয়ে যাচ্ছে।

সরেজমিন গিয়ে দেখাগেছে, পেরিফেরিভুক্ত বাজারের অধিকাংশ ফুটপাত ও সড়কের একটা বড় অংশ দখল করে রেখেছে প্রভাবশালী ব্যবসায়ীরা। ফলে বাজারে আগত পথচারীদের চলাফেরায় ও যানবাহন রাখতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও বুধহাটা বাজারের মেইন সড়কের দুইপাশের ফুটপাত গুলো দখল করে রেখেছে দোকানীরা। বাধ্য হয়ে সড়ক দিয়েই চলাচল করতে হয় পথচারীদের। বাজারের খেয়াঘাট সড়কের অধিকাংশ স্থানের ফুটপাত দখল করে সেখানে চলছে বিভিন্ন ব্যবসা।

অভিযোগ উঠেছে, এসকল জায়গার দখল পেতে অদৃশ্য এক শক্তিকে দিতে হয়েছে মোটা অংকের অর্থ। অনুরূপ ভাবে দখল হয়েছে বুধহাটা কাঁচা বাজার সড়ক, চাউল চান্নি, মিষ্টির চান্নি ও গোসের চান্নি। কাঁচা বাজার সড়কে দোকানীরা সড়কের অর্ধেকের বেশি অবৈধভাবে দখল করে পোল্ট্রি ও মুদি দোকান ব্যবসা পরিচালনা করছেন। পুরাতন চাউল চান্নি ও মিষ্টির চান্নি এখন চা দোকানীদের দখলে।

এছাড়া বাজারের প্রতিটি অলিগলির রাস্তা ও ফুটপাত স্থানীয় দোকানীরা দখল করে রেখেছে বলে সরেজমিনে গিয়ে দেখাগেছে। শুধু এখানেই শেষ নয়, কাঁচা বাজার সড়কে প্রতিটি ব্যবসায়ী ফুটপাতের সাথে সাথে সড়কের উপরের অংশ রশির সাহায্যে পলিথিন দিয়ে ছাউনি করায় মালামাল বহনকারী যানবাহন চলাচল একেবারেই বন্দ হয়ে গেছে বলে জানান চলাচলকারী যানবাহন চালকরা।

রাতে বাজার পাহারার কাজে নিয়োজিত একাধিক পাহারাদার জানান, কোন বড় ধরনের আওয়াজ হলে পলিথিনের কারনে উচু স্থান থেকে নিচের কিছুই দেখা যায় না। যদি কেউ পলিথিনের উপরের কোন স্থানে লুকিয়ে থাকে তবে তাকে খুঁজে বের করা কষ্ট সাধ্য হয়ে পড়ে। এমনকি বাজারের মধ্যে অগ্নিসংযোগের মত ঘটনা ঘটলেও পলিথিন ও রশির কারণে ফায়ার সার্ভিসের যানবাহন বাজারে প্রবেশ করা অসম্ভব বলে জানান স্থানীয় সচেতন মহল।

এ ব্যাপারে জানতে চাইলে বুধহাটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক ঢালী জানান, ব্যবসায়ীদের খামখেয়ালীপনা, সড়ক দখল, পলিথিন টানিয়ে রাখা, নির্দেশনা ভঙ্গ করে গভীর রাত পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম বন্দ না হলে বাজারের শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা জোরদার করা একেবারেই অসম্ভব। বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জরুল ইসলাম মহিদ জানান, অভিযুক্ত দোকানীদের একাধিকবার এবিষয়ে অবগত করা হয়েছে।

অবৈধ দখল, পরিবেশ দূষণ ও নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত পূর্বক তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অতি দ্রুতই এসব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!