আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মাত্র ৪দিনের ব্যবধানে করোনায় পিতা-পুত্রের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোভনালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সরাপপুর গ্রামের মেম্বার আলমগীর হোসেনের ভাই আব্দুল মামুদ সরদার করোনা আক্রান্ত হয়ে গত শনিবার মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (১৭ আগষ্ট) তারই একমাত্র পুত্র এসলাউদ্দিন রিনু করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ১০ টায় এসলাউদ্দিন রিনুর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মর্মান্তিক এ মুত্যুর খবর শুনে টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।