ডেক্স নিউজ: ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা কোভিড-১৯ টিকার নিবন্ধন শুরু হয়েছে। শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবে। শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে কোভিড-১৯ এর নিবন্ধন ফরম থেকে ১৮-বা তদুর্ধ্ব ছাত্রছাত্রী নির্বাচন করে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত বছরের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরস প্রতিরোধী টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, ১৮ বা তদুর্ধ্ব শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে হবে।
মন্ত্রণালয় বলছে, এনআইডি সার্ভার থেকে বর্তমানে যে ৫টি তথ্য নেওয়া হয় তার পাশাপাশি পেশার তথ্যও নেওয়া হবে। ১৮-বা তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রীদের এনআইডি নিবন্ধনের সময় পেশা হিসেবে শুধু ছাত্র উল্লেখ করতে হবে। ১৮-বা তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রীদের এনআইডির ভিত্তিতে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সুরক্ষা সিস্টেমে শ্রেণি নির্বাচনের ক্ষেত্রে ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী’ ক্যাটাগরির পরিবর্তে ‘১৮ বছর বা তদুর্ধ্ব ছাত্র- ছাত্রী’ ক্যাটাগরি অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুরক্ষা টিম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সের ছাত্র ছাত্রীদের কোন প্রকার হোয়াইট লিস্টিংয়ের প্রয়োজন পড়বে না। পরিচয় নিশ্চিত করার জন্য টিকাদান কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের শিক্ষা-প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে সুরক্ষা ওয়েবসাইটে ‘১৮ বছর বা তদুর্ধ্ব ছাত্র- ছাত্রী’ ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা করা হয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো পর্যায়ের শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।