বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরায় রাসেল ভাইপার সাপের সন্ধান মিলেছে । আজ সকাল ১০:০০ টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্তের হিজলদী দাড়ি কি বাজারের পাশে এই সাপটি পাওয়া যায়।এর আগে একই এলাকায় আরো দুটো এই সাপ দেখা যায় পরে এলাকাবাসী তা পিটিয়ে মেরে ফেলে।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা হিজলদী গ্রামের মনিরুল ইসলাম জানান আজ সকাল ১০:০০ টার দিকে তিনি মাঠে যান । ধানক্ষেতের পাশে এই সাপটি তিনি দেখতে পান। সাপটি দেখার পরেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন । তিনি কিছু দূরে যেয়ে সাপের গতিবিধি লক্ষ্য করেন। পরে তিনি কৌশলে খুব সাবধানে আস্তে আস্তে সাপের কাছে যান এবং সাপটি মেরে ফেলতে সক্ষম হন। তিনি সাপটি ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে ।কিছুদিন আগে এই একই এলাকায় একজোড়া সাপের দেখা যায়। ধানক্ষেতে এরা বিশেষ করে আশ্রয় নেয় ।পৃথিবীর দ্বিতীয় সবথেকে ভয়ংকর সাপ হলো ওই রাসেল ভারপার অর্থাৎ চন্দ্রবোড়া সাপ। তিনি বলেন এর লেস খুব লম্বা হয় না সাপটি বেশি লম্বা না তবে বেশ মোটা সাপের মাতা খুব বড় গালের ভিতরে উপরের দুটি দাগ নিচের দুটো দাঁত বেশ বড় কোঁকড়ানো এবং শক্তিশালী।