নিজস্ব প্রতিবেদন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পাটকেলেশ্বরী কালি মন্দির প্রাঙ্গণে আজ ২০শে আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার শীল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু অসীম দাস সানা। তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার সভাপতি বাবু ঘোষ সরজিত। তালা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপী। সরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি বাবু পুলোক পাল। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মিলন রায় সহ গোতম কর্মকার, দীপায়ন, বিকাশ কুমার দাশ, সুমন কুমার ঘোষ, রনজিত ঘোষ, কার্তিক আচার্য, নিত্যানন্দ আমিন, অরুন কুমার সরকার প্রমুখ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক বাবু ইন্দ্রজীৎ সাধু।
উক্ত সভায় বক্তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের নেতা কর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি নিম্নরুপঃ
১. আহবায়কঃ বাবু গৌতম কর্মকার।
২. যুগ্ম আহবায়কঃ বাবু দীপায়ন মন্ডল।
৩. যুগ্ম আহবায়কঃ বাবু সুমন কুমার ঘোষ।
৪. সদস্য সচিবঃ বাবু কার্তিক আচার্য।
৫. সদস্যঃ অনুপম মন্ডল।
৬. সদস্যঃ বিকাশ দাশ।
৭. সদস্যঃ তিমির দাশ।
৮. সদস্যঃ অমিত সরকার।
৯. সদস্যঃ অরুণ সরকার।
১০. সদস্যঃ ভদ্রকান্ত
১১. সদস্যঃ পুস্কর মন্ডল।
১২. সদস্যঃ বিমল কাশ্যপী।
১৩. সদস্যঃ মোহন কুমার দাশ।
১৪. সদস্যঃ রাজু ঘোষ।
১৫. সদস্যঃ নিতাই কর্মকার।
১৬. সদস্যঃ লিটন দাস।
১৭. সদস্যঃ বরুণ সানা।
১৮. সদস্যঃ দীপঙ্কর মন্ডল।
১৯. সদস্যঃ মুকুল ঘোস।
২০. সদস্যঃ অমিত দাশ।
২১. সদস্যঃ কৃষ্ণ পদ দত্ত।
২২. সদস্যঃ কৌশিক গূহ।
২৩. সদস্যঃ আশিক পাল।
২৪. সদস্যঃ পবিত্র দাশ।
২৫. সদস্যঃ শ্রীবাস বসু।
২৬. সদস্যঃ দেবাশীষ রায়।
২৭. সদস্যঃ শান্ত ভদ্র।
২৮. সদস্যঃ তাপস ঘোষ।