স্টাফ রিপোর্টার: মাদক কে না বলি, খেলাকে হ্যা বলি। এই স্লোগানকে সামনে রেখে আশাশুনি শ্রীউলায় মহিষকুড় অস্হায়ী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে সকালে ১০টায় শ্রীউলা ইউনিয়নে বিভিন্ন সংগঠনের সভাপতিও সম্পাদকদের হাতে খেলার সামগ্রী বিতরন করেন উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
এসময় উপস্তিত ছিলেন ইউনিয়ন কৃষকলীগেরর সভাপতি সঞ্চয় মিশ্র,সাবেক ইউপি সদ্স্য স্বপন মন্ডল, কামরুলহুদা মিলন,বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডসশীপ ক্লাবের সভাপতি অাব্দুল্লাহ আল মামুন,বি জি এম ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান বাবু প্রমুখ।