বিশেষ প্রতিনিধি: বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী সাতক্ষীরার মেয়ে শিরিন আক্তার। নিঃসন্দেহে তিনি সাতক্ষীরার অহংকার এবং অলংকার । টানা ১২ বার তিনি ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে বাংলাদেশের দ্রুততম মানবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই বিরল কৃতিত্বে সাতক্ষীরাবাসি গর্বিত।
শিরিন আক্তার সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন।
২০০৭ সালে বিকেএসপি’র আয়োজনে সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত খেলোয়াড় বাছাই কর্মসূচিতে শিরিন আক্তার অংশ নেন এবং বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন।
২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বালিকা এবং কিশোরী প্রতিযোগিতায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেন।
২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিনিয়র গ্রুপে ১০০ মিটার স্প্রিন্টে ১২ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি ২০১৬ সালে রিও অলিম্পিকে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেছিলেন। এসএ গেমসে দুই দুইবার ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
বর্তমানে তিনি বিকেএসপিতে থেকেই খেলাধুলা চালিয়ে যাচ্ছেন। শিরিন আক্তার বিকেএসপি থেকে এসএসসি, এইচএসসি এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। রাজধানীর উত্তরা ইউনিভার্সিটি থেকে বিপিএড করেছেন।
তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস সাইন্স এর উপরে এম এস করছেন। আগামীতে পিএইচডি করার ইচ্ছা তার আছে। ২০২৪ সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণের মধ্য দিয়ে ভালো কিছু করার লক্ষ্যে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আগামীতে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন এর হয়ে কাজ করতে চান সাথে সাথে তার নিজের জেলা সাতক্ষীরাতেও অ্যাথলেটিক্স খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখতে চান। তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী ।