বিশেষ প্রতিনিধি: আশাশুনিতে কঠর লকডাউনে চেকপোস্ট ও বাজার মনিটরিং করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারি নির্দেশ অমান্য করে মুখে মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় ২জনকে সর্বমোট ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নাজমুল হোসেইন খাঁনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা উপজেলার বুধহাটা, দরগাহপুর, কাদাকাটি ও বড়দল সীমান্ত পার্শ্ববর্তী চেকপোস্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গোয়ালডাঙ্গা বাজারের আলাউদ্দীন সু স্টোরের প্রোঃ আলাউদ্দীনকে সরকারের নির্দেশ অমান্য করে দোকান খুলা রাখার অপরাধে ৫০০ টাকা, কলারোয়া উপজেলার শরিফুল ইসলাম ও হাসানকে বিনা কারণে ঘোরাঘুরি করার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় সেনা সদস্য, পুলিশ সদস্য ও ভূমি অফিসের নাজির সুগোত অধিকারী উপস্থিত ছিলেন।