আশাশুনি প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারীদের ফাঁসির দাবিতে আশাশুনিতে গাছের চারা বিতরণ, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার কৃষকলীগ ও সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবি। প্রস্তুতি কমিটির সদস্য-সচিব মতিলাল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সদস্য জবেদ আলী ও মধুসূদন রায়, বিভিন্ন ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে হারুন-অর-রশিদ, রবিউল ইসলাম, রবিউল ইসলাম বাদশা, তারিকুল ইসলাম, অভিজিৎ সানা, সালাউদ্দিন, কনক প্রসাদ প্রমূখ। সভায় ২১ আগষ্ট নিহত নেতাকর্মীদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে নেতাকর্মীদের স্মৃতি রক্ষার্থে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ করা হয়।