আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের ভূমিহীন গৃহহীন আব্দুর রহমান ক্ষুধা ও রোগ যন্ত্রনায় ভোগান্তিতে থাকার পর ভিন্ন রোগে হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ইজিবাইকে করে হাসপতালে নেওয়া হয়। দুর্ঘটনা কবলিত হয়ে প্রতিবন্ধী হওয়ার পর চিকিৎসার অভাবে শয্যাশায়ী আব্দুর রহমান নিজের বাড়ি না থাকায় তার এক ভাইয়ের ঘরে গিয়ে আশ্রয় নেয়।
চরম ভাবে বিপর্যস্ত ও রোগ যন্ত্রনায় কাতর এবং পাশাপাশি ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ আঃ রহমানকে নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর দেশ বিদেশ থেকে অনেকে তাকে সহায়তা প্রদান করেন। এখনো চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এরই মধ্যে হঠাৎ করে তার প্রবেশ রাস্তা দিয়ে রক্ত বের হলে পেটে যন্ত্রনা নিয়ে রবিবার বিকালে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা।
কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া যোগাড় করতে না পেরে শেষমেষ ইজিবাইকের ছোট্ট পরিসর ছিটে তাকে শুইয়ে তার মা তাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে গেছেন। তার মা কাঁদতে কাঁদতে বলেন, আপনাদের কাছে ক্ষুধার যন্ত্রণায় কেঁদেছিল আব্দুর রহমান। আপনারা তাকে অনেক সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছিলেন। আর আজ সে কাঁদছে অসুখের যন্ত্রণায়! তার অবস্থা ভালো না, সবাই তার জন্য দোয়া করবেন।