মিঠুন কুমার দাঁ,বিশেষ প্রতিনিধি(তালা): তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বিকাল ৪ ঘটিকার সময় তালা পুরাতন বি.দে হাইস্কুল মাঠে দরিদ্র চায়ের দোকানদারদের মাঝে ১০ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি ডাউল,লবন আধা কেজি ও ১ লিটার তৈল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইউএনও তারিফ- উল হাসান,কৃষি অফিসার হাজেরা খাতুন, পিআইও ওবায়দুল হক,জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মনির হোসেন, ইমরান হোসেন প্রমুখ,ইউএনও তারিফ- উল হাসান সকলের উদ্দেশ্যে বলেন সরকারের গৃহীত পদক্ষেপ মেনে চলার আহবান জানান।