আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে রবিবার এসআই নাজিমউদ্দীন, এ এস আই পূর্নন্দন হরি ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় কালীগঞ্জ উপজেলার খামার পাড়া গ্রামের মৃত মাজেদ আলী গাজীর ছেলে আসাদুর রহমান ওরফে খোকা (৪৫) এবং আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের আবদার মোড়লের ছেলে মিজানুর রহমান (৩৬) কে গোয়ালডাঙ্গা বাজারের সন্নিকটে দূর্গা মন্দিরের সামনের ইটের সোলিং রাস্তার উপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে এ সংক্রান্ত আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে-২৪(৮)২০২১ নম্বর মামলা রুজু করে আসামীদেরকে বিচারার্থে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।