আশাশুনি প্রতিনিধি: সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলায় ২য় ডোজ করোনা টিকাদান শুরুর ৮ম দিনে ২৩৪ জনকে ২য় ডোজ এবং নতুন করে ১ম ডোজের টিকা দেওয়া হয়েছে ১০২৮ জনকে। সোমবার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে পরিচালনা করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। সোমবার পুরনো (ভারত) ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে ৭০ জনকে ও নতুন ২য় ডোজ ১৬৪ জন মোট ২৩৪ জনকে ২য় ডোজ টিকা প্রদান করা হয়। এনিয়ে ২য় ডোজের টিকা দেওয়া হলো ৫৩৩৬ জনকে। এদিন ১ম ডোজের টিকা গ্রহন করেছে ১০২৮ জন। এনিয়ে ২য় দফায় ১৯ হাজার ১১৩ জন ১ম ডোজের টিকা গ্রহন করেছে।