আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পিটিআই সুপার। বুধবার সকালে বুধহাটা ইউনিয়নের বেউলা, পাইথালি ও দঃ চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন সাতক্ষীরা পিটিআই এর সুপারিনটেনডেন্ট এস এম রাউফার রহিম।
পরিদর্শনকালে কোভিড-১৯ কালীন শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমে পাঠদান, শিক্ষার্থীদের মাঝে সাপ্তাহিক ওয়ার্কশীট বিতরণ, সংগ্রহ, মূল্যায়ন, প্রোফাইল সংরক্ষণ, বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ, শিখনে সম্পৃক্ততা, হোমভিজিটের অগ্রগতি যাচাই ও পরামর্শ প্রদান করা হয়। পরে শিক্ষকদের সাথে মতবিনিময় ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এসমসয় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইমান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।