আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়াস্থ মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের অভ্যর্থনা কক্ষে এসি প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার বিকালে তিনি ব্যক্তিগত অর্থে দুই টনের একটি এসি প্রদান করেন।
এসি হস্তান্তরকালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন, মরিচ্চাপ নদীর ধারে বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগে উঠলে একশ্রেণির মানুষ চর দখলের পায়তারা শুরু করে। তখন অবৈধ দখল রুখতে আমি কেওড়া গাছ ও বীজ বপন করি। যার ফলে মনোরম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারিভাবে অনুদান দিয়ে মানুষের বিনোদনের জন্য পার্ক নির্মাণ করা হয়েছে।
আজকে সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী জেলার মানুষ বিনোদনের জন্য এই কেওড়া পার্কে আসছে। এই পার্কের জন্য আমি আন্তরিক ছিলাম, আছি এবং ভবিষ্যতেও পার্কের উন্নয়নে আমার সহযোগিতা থাকবে।