আশাশুনি প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ’২১ উপলক্ষে আশাশুনিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ’২১ উদযাপন কমিটি আশাশুনির বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহা, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসানসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন। মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক সভায় জানান, রবিবার উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের শুভ উদ্বোধন করা হবে।
এরপর মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মীত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সোমবার প্রান্তিক মৎস্যচাষীদের নিয়ে মতবিনিময় সভা, মঙ্গলবার মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বুধবার মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ, বৃহস্পতিবার সুফলভোগিদের বিশেষ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং শুক্রবার সামপনী দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।