আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষা অফিস ও ইউআরসি ইন্সট্রাক্টর। রবিবার সকালে স্কুল সমুহ পরিদর্শন করা হয়। ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমানউদ্দীন বুধহাটা ইউনিয়নের মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ওয়ার্কশীট বিতরণ, ওয়ার্কশীট মূল্যায়ন, মূল্যায়ন ছক সংরক্ষণ এবং গুগোলমিটে পাঠদান, সংসদ টিভিতে পাঠ দেখা ইত্যাদি বিষয়ে আলোচনান্তে পরামর্শ প্রদান করা হয়। শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আখি খাতুনের বাড়িতে গিয়ে ৫/৬ জন শিক্ষার্থী এবং তাদের মাকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি, সংসদ টিভির পাঠদান, গুগোলমিটে পাঠদান, করনাকালীন সময়ে তাদের অবস্থা ইত্যাদি বিষয়ে মতবিনিময় করা হয়।
অপরদিকে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান আলি পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রকিব বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যলয় পরিদর্শন করেন।