আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি সেবাশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে সভায় মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ সুমন মহারাজ, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন কমিটির সভাপতি/সেক্রেটারী ও ১০৫টি মন্দিরের সভাপতি/সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠানের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।