আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশন এর পূর্বের কমিটি বাতিল ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি নরবার্ট গোমেজ ও সাধারণ সম্পাদক তুষার দোবে বাবলু (সহ-সভাপতি, কেন্দ্রীয় কাউন্সিল, খুলনা জোন) স্বাক্ষরিত এক পত্রে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত নতুন কমিটির সভাপতি মাইকেল সরকার, সিনিয়র সহ-সভাপতি সুভাষ দাস, সহ-সভাপতি লিটন সিং, সাধারণ সম্পাদক দিপংকর সরকার (দিপু), যুগ্ম-সাধারণ সম্পাদক কার্ত্তিক দাস, সহ-সম্পাদক তুষার দাস, সাংগঠনিক সম্পাদক রবার্ট মন্ডল, কোষাধ্যক্ষ ও হিসাব রক্ষক যাকোব সরকার, আইন বিষয়ক সম্পাদক সিলবানু আচারী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঙ্গল নাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিসেস পলি রোজারিও, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুবাস সরকার, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক রেজিনা হালদার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফিলিপ সরকার, দপ্তর বিষয়ক সম্পাদক মাইকেল বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস কল্পনা মন্ডল, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা রীতা হালদার, যুব বিষয়ক সম্পাদক-১ সুবাষ রায়, যুব বিষয়ক সম্পাদক-২ উত্তম মন্ডল, যুব বিষয়ক সম্পাদক-৩ যোয়াকিম মন্ডল, কার্যনির্বাহী সদস্য বিনয় মন্ডল, খোকন মন্ডল, ফ্রান্সিস গাইন, বিপ্লব সরকার (বাবু), সানি দাস, বিশ্বনাথ দাস, অনিমেষ সরকার, শিমুল জুলিয়েট মন্ডল, পরিতোষ দাস, স্বপন সিং ও লরেন্স গাইন। এছাড়া কমিটিতে ক্যাথলিক চার্চ ফাদার, মতি সিং ও পিউস হালদারকে উপদেষ্টা করা হয়েছে।