আশাশুনি প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ’২১ উপলক্ষে আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট চিংড়ী চাষী এবিএম মোস্তাকিম জেলার শ্রেষ্ঠ চিংড়ী চাষী নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, ৯০ দশকের শুরু থেকে আমি আশাশুনি উপজেলায় বাগদা চিংড়ী চাষ শুরু করি এবং অদ্যবধি পর্যন্ত বৃহৎ আকারে এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছি।
এই বাগদা চিংড়ী উৎপাদনে একদিকে দেশ যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছে, অপরদিকে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সরকারের সার্বিক সহযোগিতা পেলে বাগদা চিংড়ী চাষের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাবেক ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার, ইউপি সদস্য শওকত হোসেন, আনুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এটিএম হোসেন, রেজাউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।