কবিতা: জেগে ওঠো বাংলার আকাশ
জেগে ওঠো বাংলার মাটি
জেগে ওঠো বাংলাট পটভূমি!
তারা আবার এসেছে ফিরে
প্রতি হিংসার আগুন নিয়ে,
উপড়ে ফেলবে শিকড় তাদের
মাটির পৃথিবী থেকে
জেগে ওঠো জাতির পিতা!
২০২১ সালে দেখতে পাচ্ছি
পূর্ব আকাশে কালো মেঘের ঘটা।
কাল বৈশাখী হয়ে উড়াবো আমরা সেটা
জেগে ওঠো বাংলা
জেগে ওঠো বরকত ভাই তোমরা!
২০২১ সালে ফিরে পাই যেন,
জগৎমাতা শেখ হাসিনাকে আমরা
জেগে ওঠো বাংলার মাটি
জেগে ওঠো বাংলার পটভূমি!