আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২.৩০ টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।
মতবিনিময় কালে তিনি বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের অসংলগ্নতা বেরিয়ে আসে, অন্যায়-দুর্নীতি প্রতিরোধে তাদের ভূমি বরাবর ছিল, আছে এবং থাকবে। প্রেসক্লাবের উন্নয়নে আমরা সহযোগিতা দিয়ে এসেছি। আগামীতেও দিতে চাই। তিনি প্রেসক্লাবকে আরও সুন্দর করতে ও সাংবাদিকদের সংবাদ সংক্রান্ত সকল কাজ এখানে বসেই করতে পারেন সে ব্যাপারে সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।
এ সময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার নাজমুর হুসেইন খাঁন, ওসি গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংবাদিক আব্দুল আলীম, এসকে হাসান, সচ্চিদানন্দদে সদয়, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, সোহরাব হোসেন, হাসান ইকবাল মামুন, এম এম নুর আলম, গোলাম মোস্তফা, ফায়জুল কবির, প্রভাষক আশিকুর রহমান আশিক, জাকির হোসেন, শেখ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।