আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া হাইস্কুল মাঠে আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আকর্ষনীয় এই খেলায় বুধহাটা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও বুধহাটা ইসলামী ব্যাংক ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়।
দেশি বিদেশি খেলোয়ারদের অংশগ্রহনে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলায় বুধহাটা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বুধহাটা ইসলামী ব্যাংক ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মনোমুগ্ধকর এই খেলাটি পরিচালনা করেন, আবু অহিদ বাবলু, আনিছুর রহমান ও রাহুল সরকার। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। কুন্দুড়িয়া উদয়ন সংঘের আয়োজনে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক।