বিশেষ প্রতিনিধি: সবাইকে শারদীয়া দূর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে সাতক্ষীরা ব্লাড ব্যাংক গতানুগতিক ধারা অব্যাহত রাখতে প্রতি বারের ন্যায় এবার ও পূজার আনন্দ ভাগাভাগি করতে চাই অসহায় মানুষের সাথে।
প্রিয় মানুষকে উপহার দিতে আমরা কত না আয়োজন করি! সুন্দর কথা, সুন্দর পরিবেশ আর সুন্দর আয়োজনে সামান্য পার্থিব উপহারটা হয়ে উঠে অপার্থিব অভিজ্ঞতার অংশ। টাকা তো তেমন লাগে না এই আয়োজনে, শুধু লাগে গুরুত্ব দেয়ার মানষিকতা।
একই রকম আয়োজন কেন আমরা করতে পারি না দুঃস্থ মানুষের জন্য? কেন অপমানিত অনুভূতি কাজ করবে ত্রাণ নিতে, মিষ্টি অনুভূতি কাজ করবে না তৃপ্তির আহারে?
আমরা সে প্রথা ভাঙ্গতে এসেছি, চ্যারিটিকে ভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে কাজ করছি।
ভিক্ষা নয়, নিমন্ত্রণ দিতে আসছি,
ত্রাণ দিতে নয়, উপহার দিতে আসছি।
আপনারা নিজেদের অবস্থান থেকে যতোটা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন,যাতে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।
আগামী ৬ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত কালেকশন চলবে।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
★আক্তারুজ্জামানঃ০১৬১২১৯২৩১৯ (বিকাশ);
★সবুজঃ০১৯৫৯২৯৩২০১-২ (রকেট/নগদ);
★রোজঃ০১৭৩২৯০০৬০৮ (বিকাশ);
বিঃদ্রঃ যেকোন প্রয়োজনে সবুজ (দাদার) উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন।