বিশেষ প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের হাজিপুর গ্ৰামের আলহাজ্ব আব্দুল হাকিম সরদারের সেজ পুত্র, ইউপি সদস্য আব্দুল আজিজ সরদারের ভাই আলহাজ্ব আব্দুল মজিদ সরদার(৪০) এর দাফন সম্পন্ন হয়েছে।
আজ জোহর বাদ হাজিপুর বাইতুল আমান জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃতকালে তিনি ৮ বছরের কন্যা, পিতা-মাতা, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আলহাজ্ব আব্দুল মজিদ সরদারকে দেখতে যান তিনি।
উল্লেখ্য, গত শনিবার সকালে আরিচা ফেরিতে থাকা অবস্থায় গাড়ি এবং ফেরির রেলিংয়ের চাপে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।