আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৯ জন আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে রবিবার এসআই জাহাঙ্গীর সেলিম, এসআই গাজী নূর নবী, এসআই ফকির জুয়েল রানা, এসআই নবাব আলী, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই মিঠুন মন্ডল, এসআই মামুন হোসেন, এএসআই নাজিম উদ্দীন, এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার কেয়ারগাতি গ্রামের সিরাজুল সানার ছেলে মুরশিদ সানা, বুধহাটা গ্রামের খলিল সরদারের ছেলে ইমরান সরদার, আশাশুনি সদরের গহর আলী সরদারের ছেলে নজরুল ইসলাম, শ্রীকলস গ্রামের জিহাদ আলীর ছেলে রফিকুল ইসলাম, খরিয়াটি গ্রামের গনি সরদারের ছেলে জিন্নাত সরদার ও মৃত আরশাদ মোড়ল এর ছেলে আছুবার মোড়ল, রাজাপুর গ্রামের জাহাঙ্গীর সানার ছেলে সুমন সানা এবং মহিষকুড় গ্রামের নুরুল ঢালীর ছেলে নজরুল ঢালী কে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত সকল আসামীদেরকে বিচারার্থে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।