কবিতা:
পাপের ভারে বিশ্বহায়
করছে যখন টলমল,
বিশ্ববাসী আমরা তখন করছি শুধু কোলাহল।
আকাশ হতে নামলো এসে মহাব্যাধি করোনা,
কাঁপিয়ে দিলো বিশ্বধরা স্মরণকালের ঝর্না।
নড়লো টনক বিজ্ঞানীদের বসলো দিয়ে ল্যাবরেটরি,
অজ্ঞানীরা মিছে মিছে করছে শুধু হুড়াহুড়ি।
ডাক্তারদের ডাক্তারি ওঝা বৈদ্য অবশেষে,
মহারাজের হুকুম এলো লকডাউনে থাকো বসে।
কার কাছে কি চাইছে ওরা মিছেমিছি বিশ্ববাসী,
গোড়া ছেড়ে মাথার উপর ঢালছে জল রাশি রাশি।
যিনি দিছেন ব্যাধি খানি তিনিই পারেন দিতে মুক্তি দান,
এক নিমিষে মুক্ত হবে যদি দেন লাগাম টান।
এসো সবাই এক সাথে বিশ্ববাসী তুমি ও আমি,
লুটিয়ে পড়ি তার পদে করবেন ক্ষমা অন্তর্যামী।
এক নিমিষে দূর হবে সব মুক্তি পাবে বিশ্ব ধরা ,
তিনিই হলেন দয়ার সাগর সে যে হলেন পতিতপাবন কল্যাণদায়ক শ্রীহরি।
কলমে: লেখক প্রণব মন্ডল।