বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে, কথিত ভূয়া ডাক্তার পরিচয় দানকারী রেজাউলের বাড়িতে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৌয়েবুর রহমান এবং স্যানিটারী ইন্সপেক্টর আবদুস সুবহানের উপস্থিতিতে, কথিত ডাঃ রেজাউল কে ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী মিসেস রিমা আক্তারকছ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।