বিশেষ প্রতিনিধি: দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাস পুত্র বিশ্বকর্মা। বৈদিক দেব বিশ্বকর্মা দেবশিল্পী। স্থাপত্য, শিল্প, সৃষ্টি এবং বিভিন্ন নির্মাণই তাঁর কর্ম।
হিন্দুশাস্ত্র মতে তিথি এবং পূজার সময় নির্ধারণ হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা পূজা নির্ধারণ হয় সূর্যের গতি নির্ধারণ করে। সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিন হয় বিশ্বকর্মা পূজা।
আজ ১৭ সেপ্টেম্বর, ৩১ ভাদ্র শুক্রবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। চালের পাত্রে এই জিনিসগুলি রাখলে দ্রুত ধনবান হয়ে উঠবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে।
আজ ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, শুক্রবার তিথি (ভাদ্র শুক্ল পক্ষ) একাদশী দিবা ৮ টা ৮ মিনিট পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে
আজ ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, শুক্রবার তিথি (ভাদ্র শুক্ল পক্ষ) একাদশী ঘ ৮টা ৩৪ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত।
আগের দিন রাত ১টা ১৪ মিনিটে রবি (সূর্য) রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে।