পাটকেলঘাটা প্রতিনিধি: আগমী ২০ই সেপ্টমবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ১৬১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই ধারাবাহিকতায় পাটকেলঘাটা থানার ৯ নং খলিষখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে চলছে ৩ শিক্ষকের লড়াই। জাতি গড়ার কারিগর শিক্ষক,এমন একটি মহান পেশায় নিয়জিত ব্যক্তিরাই যুক্ত হতে যাচ্ছে আরো একটি মহান পেশা মানব সেবায়।
৩ জনের মধ্যে প্রথমত, আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান। তিনি বর্তমানে পাটকেলঘাটা আমিরুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
দ্বিতীয়ত, ওয়ার্কার্স পার্টির হয়ে হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন। তিনি দেবহাটা সখিপুর খান বাহাদুর আহসানুল্লাহ কলেজে শিক্ষাকতা করছেন।
তৃতীয়তঃসতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন প্রভাষক গাজী রেজাউল করিম মনু। তিনি বর্তমানে সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষাকতা করছেন। ৩ জনই শিক্ষিত এবং মহান পেশার মানুষ। এর মধ্য থেকে জনগণের সঠিক রায়ের উপর নির্ভর করছে আগামী দিনের খলিষখালী ইউপি চেয়ারম্যান। ৩ জন প্রার্থী ইউনিয়নের সকলের দোয়া প্রার্থনা করছেন।
আজ প্রচার প্রচারণার শেষ দিনে চলছে জমজমাট প্রচার,প্রচারণা এবং গনসংযোগ। ২০ই সেপ্টেমবরের পরে চুড়ান্ত খবর নিয়ে আসছি আপনাদের মাঝে,সে পর্যন্ত চোখ রাখুন বাংলাদেশ টাইমস এ।