আশাশুনি প্রতিনিধি: আশাশুনির উপজেলার কাদাকাটিতে ঘরের টেবিল ফ্যানের জ্যাকের লুজতারের সাথে বিদ্যুতায়িত হয়ে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কাদাকাটি ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানাগেছে, হাবিবুর রহমানের পুত্র মেহেদী হাসান বাবু (২৭) ঘরের টেবিল ফ্যানের জ্যাক লাগাচ্ছিলেন।
মেঝেতে পড়ে থাকা জ্যাকের তার লুজ হয়ে তার পায়ের সাথে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তিনি মেঝেতে পড়ে যান। এসময় ফ্যানটিও তার উপর গিয়ে পড়ে। মুহুর্তের মধ্যে তার মৃত্যু ঘটে। এদিন বিকাল ৫ টার দিকে কাদাকাটি ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মালেক।
এ সময় আরার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আমানুল্যাহ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপ, চেয়ারম্যান প্রার্থী ওমর ছাকী পলাশ, আশাশুনি বাজার জামে মসজিদের পেশ ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, মাওঃ আহসান উল্লাহ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, মেম্বার আবু হাসান বাবু, সাবেক মেম্বার আলহাজ্ব নুরুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।