নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশে সর্পদংশন মোকাবেলায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ আবুল আলা ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোঃ বেলাল উদ্দিন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান প্রমুখ।