আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এসএম আহসান হাবীব, সিনিয়র সহ-সভাপতি আলী নেওয়াজ, সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারন সম্পাদক সমীর রায় যুগ্ম-সাধারন সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসকে হাসানসহ আশাশুনি প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শনিবার রাত অনুমানিক ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্নালিল্লাহি——রাজিউন)।